জন্ম আমাদের আজন্ম পাপ— যে পাপে গৃহহীন
আমরা সে অগ্নিশিখা — যারে শৃঙ্খল দিলে হয় দাবানল,,
আমরাই সে বজ্রকণ্ঠ — যারে রুদ্ধ করলে হয়ে ওঠে মহাকাল!
নির্বাসিত হয় মাংসের শরীর, রেখে যায় কণ্ঠস্বর —
বুকে বাজে জ্বলন্ত রক্তসাগর!
আমরা হারায়, আবার থেকে যাই —
তোমাদের বন্দুক থেমে যায় —
আমাদের জয়গান থামে না!
পলায়নে আশ্রয় মেলে, নির্বাসনে জাগে অগ্নিবাণ—
একদিকে প্রাণে বাঁচা, আরেকদিকে পুড়ে পুড়ে জেগে ওঠা খাঁটি মানুষ।
মৃত্যুর মিছিল হতে পালায় মাংসপিণ্ড—
কিন্তু যদি ঈশ্বরের মুখোশ পরে গলা চেপে ধরা হয়,
তবে ঘটে সত্যের নির্বাসন!
আমরা হারায়, তবু থাকি!
শিকড় ছিড়েঁ ভেসেছি—তবু ধরণীর বুকে বৃষ্টি হয়ে ঝরি।
তোমাদের বন্দুক স্তব্ধ হয়—
আমাদের গান স্তব্ধ হয় না!
তোমাদের কারাগারের প্রাচীর ভাঙে—
আমাদের স্বপ্ন নির্মাণ করে প্রাচীর-ভাঙা দিগন্ত!
ওরা বলে— আমরা পাপী, আমরা অপ্রাকৃতিক,
আমরা বলি— আমরা ঝড়, আমরা বাজ, আমরা মুক্তির অনতিক্রম্য ঠিকানা!
ওরা গড়ে ধর্মের খাঁচা —
আমরা উড়ি আকাশের বুক চিরে মৃত্যুর পক্ষীডানায় চেপে!
আমরা নির্বাসিত, প্রতিনিয়ত পালাচ্ছি— হ্যাঁ, দূর বহুদূর!
তাই পাঁজরে আমাদের দাহন-দীপ! রক্তে খেলে উত্তাল সমুদ্র-জ্বল।
আর যদি কণ্ঠ রুদ্ধ করো— তবে শুধু নির্বাসন নয়, বজ্র-আকুল মহাকাল
তোমরা ঘৃণায় গড়ো বুলেট—
আমরা ভালোবাসায় গড়ি বিদ্রোহ!
তোমাদের বন্দুক থেমে যায়— বারুদেরও আছে এক সীমা;
আমরা কী? রংধনু— পরতে পরতে ধাবমান অসীমে!
আমরা সেই পালহীন জাহাজ— যার তরঙ্গে সমুদ্র কাঁপে,
আমরা সেই বীজ— যা মৃত মৃত্তিকার কোলেও বজ্রকণ্ঠে জন্মে।
ওরা গড়ে দেয়াল, টানে সীমারেখা—
আমরা রক্তে লিখি কাব্য, পাদচিহ্নে রাখি অগ্নি।
আমরা হারায়— তবু বাঁচি মুখে মুখে গান হয়ে।
প্রতিবাদীর আত্মা বিক্রয়ের বস্তু নয়, ছিল না কখনো—
এ যে প্রতিরোধের প্রাচীর!
আমরা সেই জাহাজ— যাহার নাই পাল,
তবু গর্জে উঠি বজ্রের মতো প্রতিটি দিগন্তে!
ছিন্ন করে শৃঙ্খল, ধ্বংস করে ঘৃণার প্রাচীর,
জ্বালিয়ে দাও যাঁরা রক্তে রচনা করে কারাগার।
আমরা গৃহত্যাগ করি— জন্মভূমি ছাড়ি,
তবু আমরা থাকি—
ধর্মের মুখোশে নয়, নয় রাজনীতির কুলষ ছায়ায়—
দ্রোহ হয়ে থাকি, বিপ্লবের আহ্বান হয়ে!
I couldn\’t agree more! Your post is a valuable resource that I\’ll be sharing with others.
Thank you! I\’m thrilled that you found the post valuable. Your support means a lot.
I\’m so glad I found your site. Your posts are consistently excellent.
Your dedication to providing quality content is truly admirable. I\’m a fan of your work.